টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার পর এবার প্রতিপক্ষ ক্লাব দিজোঁকে গোল বন্যায় ভাসিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে কাপের সেমি-ফাইনালে উঠেছে পিএসজি।
টমাস টুখেলের দলটি বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে জিতেছে।
খেলার শুরু হতে না হতেই গোল। তবে ৪৭ সেকেন্ডের মাথায় হওয়া গোলটি ছিল ভেসলির আত্মঘাতী। তবে এতে এগিয়ে যায় পিএসজি।
১৩তম মিনিটে গোল হজম করে পিএসজি। মুঁনির গোলে সমতায় ফেরে দিজোঁ।
৪৪তম মিনিটে কিলিয়ান এমবাপের গোলে ফের এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। এরপর একের পর এক গোল শুধুই পিএসজির।
খেলার বিরতির পর ৫ম মিনিটে হেড দিয়ে গোল করে ব্যবধান বাড়ান চিয়াগো সিলভা।
৫৫তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড এমবাপের ক্রস পেয়ে পাবলো সারাবিয়া স্কোরলাইন ৪-১ করলে পিএসজি আরো এগিয়ে যায়।
৮৬তম মিনিটে স্বাগতিক ডিফেন্ডার কলিবালি আরেকটি আত্মঘাতী গোল করে পিএসজিকে এগিয়ে দেন।
এরপর আরেকটি গোল আসে যোগ করা সময়ে। স্প্যানিশ মিডফিল্ডার সারাবিয়া ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন।
সব মিলিয়ে ম্যাচ শেষে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলে জিতে সেমিফাইনালে উঠল পিএসজি।