রফিকুল ইসলাম


কুমিল্লা জেলার পুলিশ সুপার নুরুল ইসলাম (বিপিএম,পিপিএম বার) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ডিবি’র ইন্সপেক্টর মোকাদ্দেস হোসেন’র সহযোগিতায় এস আই তপন কুমার বাক্চী সঙ্গীয় এস আই কামাল হোসেন, এ এস আই মাসুদ রানা, এ এস আই ফরহাদ আলমসহ সঙ্গীয়ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২১:৩০ মিনিটের সময় কুমিল্লা কোতওয়ালি মডেল থানাধীন কোটেশ্বর গ্রামস্থরের মোবারক মিয়া’র মুরগির ফার্মের দক্ষিণ পার্শ্বে রাস্তার নামা থেকে দেলোয়ার হোসেন(৩২), পিতা:মৃত তাজউদ্দীন,মাতা: কদর বানু, গ্রাম-বড়জালা (দক্ষিণ পাড়া) থানা-কোতয়ালি মডেল থানা জেলা কুমিল্লা থেকে তাহার দখল ও হিফাজত হতে ৪শত বোতল ফেন্সিডিল, দুইটি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতরে থাকাকৃত অবস্থায় তার সাথে নোমান ওরফে (রোমান)(২৬) পিতা:আব্দুল হক ওরফে (হক্কা)মিয়া গ্রাম:দক্ষিণ মাঝিগাছা, থানা: কোতয়ালি, জেলা-কুমিল্লা এর মধ্যে এক পলাতক রয়েছে বলে জানা ডিবি কর্মরত এস আই তপন কুমার বাকচি।
পরে এক জন কে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করেন।