শনিবার বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে

আগামী শনিবার বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এদিন বিকেল ৫টায় তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা। এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।

ঢাকায় পৌঁছে দুদিন বিশ্রাম শেষে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। টেস্ট ম্যাচ শেষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে শুরু হবে। প্রথম ম্যাচটি গড়াবে ১ মার্চ, দ্বিতীয়টি ৩ মার্চ, এবং তৃতীয় অনুষ্ঠিত হবে ৬ মার্চ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এরপর  ৯ মার্চ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি আর দ্বিতীয়টি ১১ মার্চ। সিরিজ শেষে ১২ মার্চ দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে দল।