কুমিল্লা জেলা ডিবি পুলিশের হাতে ২১০০ পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সাংবাদিক রফিকুল ইসলাম

মাননীয় পুলিশ সুপার কুমিল্লা মহোদয় জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম বার,পিপিএম, এর নির্দেশনার প্রেক্ষিতে, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা-কুমিল্লা এর তত্বাবধানে, পুলিশ পরিদর্শক জনাব মোঃ মোকাদ্দেস হোসেন স্যারের নেতৃতে বিশেষ অভিযান ডিউটি পরিচালনা কালে এসআই/তপন কুমার বাক্চী, সঙ্গীয় এসআই/মোঃ কামাল হোসেন, এএসআই/মোঃ মাসুদ রানা, এএসআই/মোঃ ফরহাদ আলম, এএসআই/আল মামুন, কং/১৪৭২ মোঃ সেলিম মিয়া, কং/৬৫৯ মোঃ রাশেদুল ইসলাম, কং/৩৯৮ মোঃ আব্দুল্লাহ খন্দকার, কং/৭৬০ মোঃ মাঈন উদ্দিন, কং/৬২০ দিপক বড়–য়া, সকলেই জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লাগণ গত ১৪/০২/২০২০খ্রিঃ তারিখ সন্ধ্যা ১৮:৩৫ ঘটিকার সময় কুমিল্লা বুড়িচং থানাধীণ, বুড়িচং দক্ষিণ বাজারস্থপাম্পের সামনে অবস্থান করা কালে, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বুড়িচং থানাধীন, উপজেলা সদরের উত্তর বাজারস্থ’ এম এস গনি রোডস্থ হাজী সফর আলী মার্কেটের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ধৃত আসামী ১। মোঃ তাজুল ইসলাম @ তাজু (৩৮), পিতা- মৃত আব্দুল কাদের, মাতা- রাজিয়া খাতুন, গ্রাম-শংকুচাইল (উত্তর পাড়া-খন্দকার বাড়ী), থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা, ২। মোঃ আল আমিন (২৬), পিতা- তারা মিয়া, মাতা-লায়লা বেগম, গ্রাম-পাঁচোরা (দুলাল চৌকিদার এর বাড়ী), পোঃ চরানল, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লাদ্বয়কে সহ তাহাদের দখল ও হেফাজত হইতে উদ্ধার এবং জব্দকৃত আলামত ২১০০ (দুই হাজার একশত) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, যাহা ১১ টি নীল রংয়ের এয়ার টাইট পলিথিনের প্যাকেটের ভিতর রক্ষিত, যাহা খাকী স্কচস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করিয়া বুড়িচং থানায় মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়। জব্দকৃত আলামত ২১০০ (দুই হাজার একশত) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য-৬,৩০,০০০/-টাকা।