মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। বাংলাদেশের পেস আক্রমণের বিরুদ্ধে তাদের শুরুটা ছিল সতর্ক। তবে শেষ পর্যন্ত বড় ওপেনি জুটি হয়নি। দলীয় ৭ রানে আবু জায়েদে বলে নাঈম হাসানের তালুবন্দি হন কাসুজা (২)। তবে এরপর ঘুরে দাঁড়ায় অতিথিরা। অধিনায়ক ক্রেইগ এরভিন (২৬*) এবং অপর ওপেনার প্রিন্স মাসভাউরে (৪৫*) এগিয়ে নিয়ে যাচ্ছেন দলকে। মধ্যাহ্ন বিরতির আগে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ৮০ রান।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি পেসার তাসকিন আহমেদের। আগের টেস্টে খেলা মাহমুদউল্লাহ ও রুবেল হোসেন স্কোয়াডেই নেই। তাদের জায়গায় একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম ও বিসিএলে দারুণ বোলিং করা তরুণ অফ স্পিনার নাঈম হাসান। চোট কাটিয়ে ফেরা মেহেদী হাসান মিরাজের জায়গা হয়নি একাদশে। অন্যদিকে জিম্বাবুয়ের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে পেসার চার্ল্টন টিশুমা। একাদশে ফিরেছেন আইন্সলে এনডিলোভু।
টানা হারের পর দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের আশায় আজ মাঠে নামছে বাংলাদেশ দল। মিরপুরে ইতিমধ্যেই টস হয়ে গেছে। সিরিজের একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে জিম্বাবুয়ে। উইকেটে বেশ ঘাস রয়েছে। প্রথম ঘণ্টায় পেসারদের জন্য কিছুটা সুবিধা থাকবে। তবে প্রথম ইনিংসে বড় রান আশা করছেন মায়োয়ো।
বাংলাদেশ: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন।
জিম্বাবুয়ে: সিকান্দার রাজা, রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরে, আইন্সলে এনডিলোভু, ভিক্টর নাউচি, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো, চার্ল্টন টিশুমা।