জিম্বাবুয়ের ক্রিকেটের বর্তমান যে অবস্থা, তাতে রেকর্ড শব্দটা দলটির সঙ্গে যায় না। তবে গতকাল থেকে শুরু হওয়া মিরপুর টেস্টে নতুন এক ইতিহাসে নাম লিখিয়েছেন দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ আরভিন। ২৮ বছর পর জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই সেঞ্চুরির করে ফেলেছেন তিনি। 

শনিবার ম্যাচের প্রথম দিনই সেঞ্চুরি তুলে নিয়েছেন আরভিন। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলতে তিনি খেলেছেন ২১৩ বল। এজন্য খেলতে হয়েছে ১৮ ম্যাচ। এতেই জিম্বাবুয়ের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অধিনায়কত্বের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করলেন আরভিন। এর আগে অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন ডেভিড হটন। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে ১২১ রানের নান্দনিক ইনিংস খেলেন সাবেক এই তারকা।

রেকর্ড বইয়ে নাম তুলে ২২৭ বলে ১৩ বাউন্ডারিতে নাঈম হাসানের বলে ১০৭ রানে থামেন আরভিন। ফলে হটনের পাশে বসলেও, রানের দিক দিয়ে তার নিচেই আছেন আরভিন। দিনের খেলা শেষ হবার ১০ বল আগে আউট হন তিনি। তার দলও আর বেশিদূর যেতে পারেনি। আজ ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই জিম্বাবুয়ে অল-আউট হয়েছে ২৬৫ রানে।

জিম্বাবুয়ের অধিনায়ক হিসেবে টেস্টে অভিষেকে সর্বোচ্চ রান সংগ্রহকারী চার ব্যাটসম্যান:

অধিনায়কস্কোরপ্রতিপক্ষসাল
ডেভিড হটন১২১ভারত১৯৯২
ক্রেইগ আরভিন১০৭বাংলাদেশ২০২০
ব্রেন্ডন টেইলর৭১বাংলাদেশ২০১১
এন্ডি ফ্লাওয়ার৬৩পাকিস্তান১৯৯৩