জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক ও ইতিহাস গবেষক আনিসুর রহমান এর রচিত দুটি গবেষণাগ্রন্থ এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তাম্রলিপি এবং দ্যু প্রকাশনী থেকে। তাম্রলিপি প্রকাশনী থেকে প্রকাশিত গবেষণা গ্রন্থটি ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংবিধান’ এবং দ্যু প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থটি হচ্ছে  ‘গ্লোবালাইজেশন এন্ড ইসলাম- সাউথ এশিয়ান পার্সপেক্টিভ’ ইংরেজী ভাষায় রচিত গ্রন্থটিতে লেখক দেখিয়েছেন বিশ্বায়নের এ যুগে মুসলিম বিশ্বের সংকট ও সম্ভাবনা কে। “দ্যা রুল অব ইসলাম ইন গ্লোবালাইজেশন: এ কেস স্ট্যাডি অব সাউথ এশিয়া” শীর্ষক এমফিল অভিসন্দর্ভের পরিশিলিত রূপ যা তিনি গ্রন্থ আকারে প্রকাশ করেন ।

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংবিধান’ গ্রন্থটি তাম্রলিপি প্রকাশনী বঙ্গবন্ধু জন্মশতবর্ষ গ্রন্থমালার আওতায় অন্যতম গবেষণা গ্রন্থ হিসেবে প্রকাশ করে। গ্রন্থটি মূলত বাংলাদেশের সংবিধান প্রবর্তনের ইতিহাস অনুসন্ধানের একটি দারুন প্রয়াস। ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে এবং অতীত ঘটনাবলীর সাথে সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাঁর এ গবেষণা গ্রন্থে । বর্তমানে তিনি তুরস্কের ইস্তাম্বুলের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ে তুরস্ক সরকারের ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে ইতিহাস বিভাগে পিএইচ ডি গবেষক হিসেবে অধ্যয়ণরত আছেন ।

কালের কণ্ঠ অনলাইন