করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর চেষ্টার তমতি রাখেনি পাকিস্তান। তার পরেও বুধবার সে দেশে প্রথম এই প্রাণঘাতী ভাইরাস আক্রান্তের ঘটনা সামনে এসেছে। জানা গেছে, এরই মধ্যে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য সংক্রান্ত বিশেষ সহযোগী ডাক্তার জাফর মির্জা এক টুইট বার্তায় লিখেছেন, পাকিস্তানে প্রথম করোনাভাইরাসের ঘটনা ধরা পড়েছে। দু’জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। আন্তর্জাতিক স্তরে নির্ধারিত প্রোটোকল অনুসারে আক্রান্তদের চিকিৎসা চলছে। প্রত্যেকের অবস্থা স্থিতিশীল। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
প্রাথমিকভাবে জানা গেছে, পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ইরানে গিয়েছিলেন। গত ২০ ফেব্রুয়ারি তিনি ইরান থেকে ফিরেছেন পাকিস্তানে।
চীনের পর করোনাভাইরাসে সব চেয়ে বেশি মৃত্যু ইরানেই হয়েছে। মৃতের সংখ্যা ৫০ জনের কাছাকাছি পৌঁছে গেছে শোনা গেলেও তেহরান জানিয়েছে, ১৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরো অন্তত একশ ৩৯ জন। আক্রান্তদের মধ্যে ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিচি আছেন।