বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। আজ শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এই কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতৃবৃন্দ। এর আগে শিশু কিশোরদের নিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সহ-সভাপতি স্বাধীন বাংলা বেতারের কণ্ঠশিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের নেত্রী প্রিয়দর্শনী খ্যাত অভিনেত্রী মৌসুমী, অভিনেত্রী তারিন জাহান, শাহনূর, চিত্র পরিচালক রফিকুল ইসলাম বুলবুল, ড. আবু হেনা মোস্তফা, কণ্ঠ শিল্পী করিম খান প্রমুখ।
জোটের বছরব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে চলচ্চিত্র ও শিল্প সংস্কৃতির উন্নয়নে জাতির পিতার ভূমিকা শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতির সংগ্রামী জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা, শিশুদের স্বরচিত কবিতা আবৃত্তি ইত্যাদি। শুধু ঢাকাতেই নয়, দেশব্যাপী এই কর্মসূচি পালন করা হবে।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, জাতির পিতার জন্মদিন মানে বাংলাদেশের জন্মদিন। জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা হতো না।
সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা জানান, জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে আমরা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে বছরব্যাপী কর্মসূচি পালন করবো। তবে করোনাভাইরাসের কারণে জনসমাগম কমিয়ে এখন সীমিত আকারে কাজ শুরু করেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পরিসরে কর্মসূচি গ্রহণ করবো।