বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে জানা গেছে।
করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গনমাধ্যমকে ব্রিফ করবেন। শিক্ষা মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন।
একটি সূত্রে জানা গেছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও এ ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
আজ বিকালে এ সংক্রান্ত আদেশ জারি করা হবে বলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমকে জানান। আর প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, আমরাও বন্ধের সিদ্ধান্ত নেব।’ বিকালে বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।