করোনাভাইরাসের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজও বন্ধ ঘোষণা তরা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজন হলে ছুটি আরও বাড়ানো হবে।’

এর আগে ঢাকা ও কুমিল্লাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া দেশের সব ধরণের স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিকেলে এ ব্যাপারে ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।