করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে নারায়ণগঞ্জ বন্দরে হিন্দু ধর্মাবলম্বীদের লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নানোৎসব বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল স্নানোৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রতি বছর এ স্নানে দেশ-বিদেশের লাখ লাখ পূণ্যার্থী হাজির হন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদ্দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় জনসমাগমে নিষেধাজ্ঞা থাকায় লাঙ্গলবন্দ স্নানোৎসব বন্ধ রাখা হয়েছে।