বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-ব্যাংকক রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এক বার্তায় বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ‘বিমানের ঢাকা-ব্যাংককের মধ্যে চলাচলকারী সব ফ্লাইট আপাতত বন্ধ করা হয়েছে।’

আগে ব্যাংকক রুটে সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট আসা-যাওয়া করতো। তবে দুই সপ্তাহ ধরে ফ্লাইট সংখ্যা ৪-এ নামিয়ে আনা হয়েছিল। আজ থেকে আর কোনো ফ্লাইট ঢাকা থেকে ব্যাংকক যাবে না।

এর আগে, স্ব স্ব দেশের নিষেধাজ্ঞার কারণে নেপাল, সিঙ্গাপুর, সৌদি আরব, ওমানের মাস্কাট ও মালয়েশিয়ার কুয়ালালামপুরের ফ্লাইটও বন্ধ ঘোষণা করে বিমান।

উল্লেখ্য, করোনাভাইরাস এখন পর্যন্ত ১৭৯টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সারাবিশ্বে ২ লাখ ৪৬ হাজার ৭৭৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ১০ হাজার ৬২ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮ হাজার ৪৮৮ জন।

বাংলাদেশে এ ভাইরাসে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। জেলায় জেলায় কয়েক হাজার মানুষকে হোম কোয়ারেন্টাইন ও আইসোলোশনে রাখা হয়েছে।