প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সংক্ষিপ্ত এই ভাষণে তিনি জাতিকে ধৈর্য ধরে করোনাভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানাবেন। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র কালের কণ্ঠকে এ তথ্য জানিয়ে বলেছে, প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত এই ভাষণ আজ সকালে রেকর্ড করা হবে। ওই সূত্রটি আরো জানায়, প্রধানমন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকার এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নিয়েছে, তা তাঁর ভাষণে উল্লেখ করবেন। সেখানে পরবর্তী করণীয় নিয়ে দিকনির্দেশনা থাকবে। তিনি জনগণকে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের বিষয়ে আশ্বস্ত করবেন। যাতে দেশবাসী এ নিয়ে কোনো দুশ্চিন্তা না করে। সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের প্রসঙ্গ তাঁর ভাষণে উল্লেখ থাকবে।