মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধি
করোনাভাইরাস থেকে ফরিদপুর বাসিকে নিরাপদ রাখতে ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার গতকাল গন বিজ্ঞপ্তি প্রকাশ করেন, নিচে গনবিজ্ঞপ্তি টি তুলে ধরা হলো,
এতদ্বারা ফরিদপুর জেলার সর্বসাধারনের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, বিরাজ মান নোভেল করোনা ভাইরাস(COVID-19) এর প্রাদুর্ভাব মোকাবেলায় জনসমাগম পরিহার করার লক্ষ্যে নিম্নবণিত বিধি-নিসেধসমুহ সকল্কে মেনে চলার জন্যে অনুরোধ করা হলো।
১)সাপ্তাহিক সকল হাট (পশুর হাটসহ),আবাসিক হোটেল,শপিংমল,বানিজ্য কেন্দ্র, রেস্টুরেন্ট,বিনদন কেন্দ্র, পার্ক,মেলা,সামাজিক অনুঠান,ধর্মিয় সমাবেশ,সিনেমা হল,ভ্রাম্যমান ফাস্ট ফুড,স্ট্রিট ফুড,ও চায়ের দোকানের আড্ডাসহ জনসমাগম হয় এমন সকল কিছু পরবর্তী অনুমতি না দেয়া পর্যন্ত বন্ধ থাকিবে
৩)খাদ্য সামগ্রী,ঔষধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সকল দোকান পাট(মাছ,মাংসের দোকানসহ),কাচা বাজার,সাধারন খাবারের হোটেল,চিকিৎসা প্রতিসঠান যথারিতি খোলা থাকিবে,তবে এসকল স্থানে কেনাকাটার সময় নিরাপদ দুরুত্ব(১ মিটার)বজায় রাখতে হবে।
৩)জেলা/উপজেলা পর্যায় খাদ্যদ্রব্যের পাইকারি বাজার/মার্কেট জনসাধারণের কেনাকাটার সুবিধার্থে বেলা ১২.০০ টা -সন্ধা৬.০০টা পর্যন্ত স্থানিয় প্রশাসনের অনুমতি সাপেক্ষা খোলা থাকবে।
৪)বিদেশ থেকে আগত সকল প্রবাসিকে আবশ্যিক ভাবে নির্ধারিত ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে এবং করোনা ভাইরাস সংক্রমণের কোন উপসর্গ দেখা দিলে তাৎখনিকভাবে নিকটস্থ স্থাস্থ্য কেন্দ্র /থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা/ উপজেলা নির্বাহি অফিসারের সাথে যোযোগাযোগ করতে হবে।সংক্রামন বিস্তার ঘটনায় এমন কার্য করলে করলে নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা করা হবে।
৫)সকল স্থাস্থ্যবিধি মেনে চলুন,করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এগিয়ে আসুন
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে হবে।