আতিকুর রহমান
বাংলাদেশে নতুন করে আরো দু’জন কোভিড-১৯ বা করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বাংলাদেশে এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১জনে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।
নতুন রোগীদের উভয়েই পুরুষ। এদের মধ্যে একজন সৌদি আরব থেকে এসেছেন। অপর ব্যক্তির বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। তার বিষয়ে এখনো বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ছয়জন। আক্রান্তদের মধ্যে মোট ২৫ জন সুস্থ হয়েছেন।
এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।
গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১৬০২জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর ১৮ই মার্চ প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর।
২৫শে মার্চ সংস্থাটি প্রথম জানায় যে ঢাকায় সীমিত আকারে কম্যুনিটি সংক্রমণ হচ্ছে বলে তারা সন্দেহ করছে।
বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬,৯৩,২২৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৮,৪১১।
এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মারা গেছেন ৩৩,১০৬জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩,২১৫ জন।
দক্ষিণ এশিয়ায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৪,০৮৪ জন আর গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩৭৫ জন।
দক্ষিণ এশিয়ায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫৮জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯জন।