মোঃ রোমান- ফরিদপুর প্রতিনিধি

গতকাল ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ঘারুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে, শরীফাবাদ ইউনাইটেড ক্লাবের উদ্যোগে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও মাদক বিরোধি কর্মসূচি পরিচালনা করা হয়,

এসময় এলাকাবাসীদের করোনা ভাইরাস নিয়ন্ত্রণে পরামর্শ প্রদান সহ মাদকের কুফল সম্পর্কে আলোচনা সহ বিভিন্ন জন সচেতনতা মুলক কার্যাক্রম পরিচালনা করা হয়,

এবং শরিফাবাদ গ্রামের কয়েকজন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত দের হুশিয়ারি প্রদান করা হয়,

এসময় শরীফাবাদ ইউনাইটেড ক্লাবের অন্যান্য সদস্যদের সাথে উপস্থিত ছিলেন শরীফাবাদ ইউনাইটেড ক্লাবের সভাপতি, ইমরান হোসাইন ইয়ামুন, এবং ফুরকান খলিফা,

এক প্রশ্নের জবাবে ইমরান হোসাইন ইয়ামুন বলেন, আমরা আমাদের এই কার্যাক্রম অব্যাহত রাখবো, শরীফাবাদ গ্রাম ভাঙ্গা থানার মধ্য সুনামধন্য একটি আদর্শ গ্রাম এই গ্রামে স্কুল,কলেজ,হাসপাতাল, পোস্ট অফিস সহ একাধিক মসজিদ, মন্দির ও হাট-বাজার অবস্থিত, আমাদের এই গ্রামে কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন তাদের নানান কাজে জন্য আসে এবং অন্যান্য গ্রামের শিক্ষার্থীরা পারালেখার জন্য আসে,

তাই আমাদের কর্তব্য আমাদের গ্রাম কে মাদক, ইইভটিজিং মুক্ত রাখা আমারা মাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করবো আমাদের এলাকা থেকে মাদক ইভটিজিং সহ অন্যান্য অপরাধ মূলক কাজ থেকে সকল কে বিরত রাখতে,

যেহুতু আমাদের কাছে কোন সুনির্দিষ্ট প্রমান নাই তাই সন্দেহভাজন মাদক ব্যাবসায়ী ও মাদকাসক্তদের হুশিয়ারি প্রদান করলাম,আমরা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমান পেলে আইনের সাহায্য নিয়ে তাদের প্রতিরোধ করবো।

শরীফাবাদ ইউনাইটেড ক্লাবের এই করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও মাদক মুক্ত সমাজ গড়ার উদ্যোগকে সাধুবাদ জানায় এলাকাবাসী,