মোঃ সাইদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার, এগ্রো বিভাগ

আমের মুকুল ঝরে পড়ার কারণ ও প্রতিকার:
মোটামুটি মার্চ – জানুয়ারি মাসেই আম গাছে মুকুল আসতে থাকে। এ মুকুলের মধ্যে থাকে হাজার হাজার ফুল। তা থেকে জন্ম নেয় আমের গুটি। কিন্তু গাছে গুটি আসার পর নানা কারণে তা ঝরে যায়। তাই এসব কারণ ও প্রতিকার সম্পর্কে জেনে রাখা জরুরি-

ঝরে পড়ার কারণ:
বেশ কয়েকটি কারণে আমের মুকুল ঝরে পড়তে পারে-
১. অতিরিক্ত কুয়াশা, বৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টির কারণে
২. মাটিতে রসের অভাব হলে
৩. হপার পোকার আক্রমণে
৪. আমের মুকুলে অ্যানথ্রাকনোজ রোগ হলে ৷

প্রতিকার: আমের মুকুল ঝরে পড়া রোধে করণীয়-

  • আমবাগান পরিষ্কার-পরিচ্ছন্ন, আগাছামুক্ত ও খোলামেলা অবস্থায় রাখতে হবে।
  • মরা ডালপালা ছেঁটে ফেলতে হবে। রোগাক্রান্ত ডাল, পাতা পুড়িয়ে ফেলতে হবে।
  • এছাড়া গাছের নিচ থেকে মরা পাতা কুড়িয়ে তা পুড়িয়ে ফেলতে হবে।
  • এ সময়ে গাছের গোঁড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি রাখতে হবে।
  • ফল মটরদানার মতো হলে হপার পোকা দমনের জন্য স্প্রে করতে হয়।
  • সাধারণত মুকুল আসার আগে হপার পোকার জন্য স্প্রে করতে হয়।
  • সালফার জাতীয় কীটনাশক গুটিতে স্প্রে করতে হবে, যাতে ছত্রাক আক্রান্ত না হয়।
  • আম মারবেলের মতো হলে প্রতি লিটার পানিতে ২০ গ্রাম ইউরিয়া মিশিয়ে স্প্রে করতে হবে।

লক্ষণীয়: গাছে যখন ৫০% ফল ধরবে; তখন কোনো প্রকার স্প্রে করা যাবে না। মুকুল ফোটার পর স্প্রে করার জরুরি নয়। কেননা এ সময়ে অনেক উপকারী পোকা পরাগায়নের জন্য আসে।