চলে গেলেন তিন জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের সাবেক কোচ রাদোমির অ্যান্টিচ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে অ্যাতলেটিকো মাদ্রিদ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ইতিহাস সৃষ্টি করা এই কোচ। গতকাল সোমবার রাতে না ফেরার দেশে চলে যান তিনি।
উল্লেখ্য, ১৯৮৮ সালে কোচিং পেশায় নিজেকে জড়ান রাদোমির অ্যান্টিচ। স্প্যানিশ ক্লাব রিয়াল জারাগোজার দায়িত্ব নেন তিনি। এরপর ১৯৯০-৯১ মৌসুমের শেষ ভাগে রিয়াল মাদ্রিদের দায়িত্ব বুঝে নেন তিনি। অবশ্য পরের মৌসুমের মাঝ পথে ছাঁটাই হন অ্যান্টিচ। তবে ১৯৯৫-৯৬ মৌসুমে আবারও মাদ্রিদে ফেরেন, দায়িত্ব নেন অ্যাটলেটিকোর। তিন বছর অ্যাটলেটিকোতে থাকার পর আবারো চাকরি হারান অ্যান্টিচ। তবে তাঁকেই আবার ফেরাতে হয় ক্লাবকে অবনমনের হাত থেকে বাঁচাতে।
এ ছাড়াও ২০০২-০৩ মৌসুমের শেষ দিকে বার্সেলোনার ডাগআউটে আসেন এই কোচ। ডাচ কোচ লুই ফন গালের স্থলাভিষিক্ত হন তিনি। বার্সালোনার দায়িত্ব ছাড়ার পর নিজ দেশের দুই চাইনিজ ক্লাবের দায়িত্বে ছিলেন তিনি। হেবেই চায়না ফরচুন ও শানডং লুনেং এর দায়িত্বে দুই বছর ছিলেন অ্যান্টিচ।