শাহাদাত হোসেন ভূইয়া নোয়াখালী প্রতিনিধি :
করোনার ভয়াবহতা দেখে বাংলাদেশের অনেক স্বার্থপর ডাক্তার যেখানে চাকরি চেয়ে দেওয়ার জন্য আবেদন করতেছে। তেমনি এক সংকটময় মুহুর্তে নোয়াখালী বাসীর পাশে থাকার জন্য প্রস্তুত আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের চিকিৎসকরা।অধ্যাপক জানিয়েছেন তারা বৃহত্তর নোয়াখালী বাসীর পাশে আছে থাকবে।তিনি আরও জানান তারা সরকারের কাছে আবেদন করেছেন করোনা পরীক্ষার জন্য তাদের ল্যাব উপযোগী। এই বিষয়ে আরও কথা বলেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বচিপ)এর নোয়াখালী জেলা সভাপতি জনাব ফজলে এলাহি। তিনি বলেন নোয়াখালী যেহেতু প্রবাসী অধ্যষুতি এলাকা। তাই নোয়াখালী অনেক ঝুকিপূর্ণ।এই সব বিবেচনা করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি । আমরা স্বাস্থ্য মন্ত্রনালয় বরাবর আবেদন করেছি আমাদেরকে টেষ্টিং কিট সহ করোনা পরীক্ষার জন্য যা দরকার আমাদের কাছে পাঠাতে।তিনি আরও বলেন আমাদের মাইক্রোবায়োলজি ল্যাব অনেক আধুনিক।আবেদনের এক অনুলিপি জেলা প্রশাসক মহোদয় বরাবর প্রেরন করেন।এই বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক জনাব তন্ময় দাস বলেন আমরা নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের করা স্বাস্থ্য সচিব বরাবর যে আবেদন করেছে তাঁর একটা অনুলিপি পেয়েছি। এই বিষয়ে আমিও কথা বলব।যেহেতু এই জেলার বেশিভাগ লোকই প্রবাসী তাই এইখানে করোনা টেষ্ট করানো টা জরুরী বলে আমিও মনে করতেছি।যদি নোয়াখালীতে করোনা পরীক্ষা করা হয় তাহলে নোয়াখালী বাসীর কিছুটা হলেও দূর্ভোগ কমবে।