করোনাভাইরাস চিকিৎসা নিয়োজিত গবেষক চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের জন্য রাজধানীর ২০টি বড় হোটেলে প্রায় ৬০০ রুম বরাদ্দ করা হয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এসব হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে হোটেলের রুমগুলো ব্যবহারের সুযোগ করে দিয়েছে প্রত্যেকটি হোটেল কর্তৃপক্ষ। 

সংশ্লিষ্ট চিকিৎসা কর্মীরা যাতে নিজেদের পরিবারের সদস্যদের কে ঝুঁকির মুখে না ফেলেন সেদিকে নজর রেখেই এই ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার আমিনুল ইসলামের ইস্যু করা একটি চিঠি তথ্য অনুসারে বরাদ্দকৃত হোটেল গুলোর মধ্যে রয়েছে- হোটেল রিজেন্সি, রেডিসন ব্লু, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, লা মেরিডিয়ান, হোটেল অবকাশ, হোটেল জাকারিয়া, হোটেল লেক ভিউ, রাজমণি ঈশা খাঁ, ফারস, হোটেল ৭১, শালিমার, সাগরিকা, রেনেসাঁ, সার্কেল ইন, গ্রান্ড প্রিন্স, শ্যামলী, মিলিনা, মেফোলিফ, রেঁনেসা ও ড্রিমল্যান্ড।