দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০১ জনে। করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৯২ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে দুই হাজার ৯৪৮ জন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, তার সঙ্গে ছিলেন অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬০৪টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে নতুন করে ৪৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৪৮-এ। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৫ জন।

নিচে কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত হয়েছে, তা বিভাগের ক্রমানুসারে উল্লেখ করা হলো-
ঢাকা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ২,২৮০ জন আক্রান্ত হয়েছে। গতকাল যার পরিমাণ ছিল ১,৮৬৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত বেড়েছে ৪১১ জন। এরমধ্যে-
ঢাকায়- আজ ১,২১৬ জন, গতকাল যা ছিল ১,০১৪ জন
গাজীপুরে- আজ ২৬৯ জন, গতকাল যা ছিল ১৭৩ জন
কিশোরগঞ্জ- আজ ১৪৬ জন, গতকাল যা ছিল ৭৭ জন
মাদারিপুর- আজ ২৫ জন
মানিকগঞ্জ- আজ ৭ জন, গতকাল যা ছিল ০৬ জন
নারায়নগঞ্জ- আজ ৩৮৭ জন, গতকাল যা ছিল ৩৮৬ জন
মুন্সীগঞ্জ- আজ ৩৩ জন
নরসিংদী- আজ ১৩৫ জন, গতকাল যা ছিল ১০৫ জন
রাজবাড়ী- ০৮ জন, গতকাল যা ছিল ০৭ জন
ফরিদপুর- আজ ০৬ জন, গতকাল যা ছিল ০৪ জন
টাঙ্গাইল- ১০ জন
শরীয়তপুর- ০৮ জন, গতকাল যা ছিল ০৭ জন
গোপালগঞ্জ- আজ ৩০ জন, গতকাল যা ছিল ২১ জন
চট্টগ্রামে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১১৮ জন আক্রান্ত হয়েছে। গতকাল যার পরিমাণ ছিল ১০৫ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত বেড়েছে ১৩ জন। এরমধ্যে-
চট্টগ্রাম- আজ ৪৩ জন, গতকাল যা ছিল ৩৯ জন
কক্সবাজার- ০১ জন
কুমিল্লা- আজ ২১ জন, গতকাল যা ছিল ১৯ জন
বি.বাড়িয়া- আজ ১১ জন
লক্ষীপুর- ২৫ জন, গতকাল যা ছিল ২১ জন
বান্দরবন- ০১ জন
নোয়াখালী- ০৪ জন, গতকাল যা ছিল ০৩ জন
ফেনী- ০২ জন
চাঁদপুর- ১০ জন, গতকাল যা ছিল ০৮ জন

সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ০৮ জন আক্রান্ত হয়েছে। গতকালও যার ছিল ০৭ জন। গত ২৪ ঘন্টায় ০১ আক্রান্ত হয়েছে। এরমধ্যে-
মৌলভীবাজার- ০২ জন
সুনামগঞ্জ- ০১ জন
হবিগঞ্জ- ০১ জন
সিলেট- ০৪ জন, গতকাল যা ছিল ০৩ জন
রংপুর বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৫০ জন আক্রান্ত হয়েছে। গতকাল যার পরিমাণ ছিল ৪৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত বেড়েছে ০৩ জন। এরমধ্যে-
রংপুর- ০৬ জন, গতকাল যা ছিল ০৫ জন
গাইবান্ধা- ১৩ জন, গতকাল যা ছিল ১২ জন
নীলফামারি- আজ ০৯ জন
লালমনিরহাট- ০২ জন
কুড়িগ্রাম- ০২ জন
দিনাজপুর- আজ ১১ জন, গতকাল যা ছিল ১০ জন
পঞ্চগড়- ১ জন
ঠাকুরগাও- আজ ০৬ জন
খুলনা বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ০৯ জন আক্রান্ত হয়েছে। গতকাল যার পরিমাণ ছিল ০৬ জন। গত ২৪ ঘন্টায় ০৩ জন আক্রান্ত হয়েছে।এরমধ্যে-
খুলনা- ০৩ জন, গতকাল যা ছিল ০১ জন
যশোর- ০১ জন।
বাগেরহাট- ০২ জন, গতকাল যা ছিল ০১ জন
নড়াইল- ০২ জন
চুয়াডাঙ্গা- ০১ জন
ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৮১ জন আক্রান্ত হয়েছে। গতকাল যার পরিমাণ ছিল ৬৬ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত বেড়েছে ১৫ জন। এরমধ্যে-
ময়মনসিংহ- আজ ৩৩ জন, গতকাল যা ছিল ২১ জন
জামালপুর- আজ ২১ জন, গতকাল যা ছিল ২০ জন
নেত্রকোনা- আজ ১৪ জন
শেরপুর- আজ ১৩ জন, গতকাল যা ছিল ১৩ জন
বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ৪৭ জন আক্রান্ত হয়েছে। গতকাল যার পরিমাণ ছিল ৪১ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত বেড়েছে ০৬ জন। এরমধ্যে-
বরগুনা- আজ ১২ জন, গতকাল যা ছিল ১০ জন
বরিশাল- আজ ২৪ জন, গতকাল যা ছিল ২১ জন
পটুয়াখালী- ০২ জন
পিরোজপুর- ০৫ জন, গতকাল যা ছিল ০৫ জন
ঝালকাঠি- ০৪ জন
এদিকে রাজশাহী বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১২ জন আক্রান্ত হয়েছে। গতকাল যার পরিমাণ ছিল ০৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত বেড়েছে ০৩ জন। এরমধ্যে-
জয়পুরহাট- আজ ০২ জন
পাবনা- ০২ জন
বগুড়া- ০১ জন
নোয়াগাও- ০১ জন
সিরাজগঞ্জ- ০১ জন
এবং রাজশাহীতে ০৫ জন আক্রান্ত হয়েছে, গতকাল যা ছিল ০৪ জন ছিল।

source : শেয়ারনিউজ