চেন্নাই থেকে তৃতীয় দফায় আটকে পড়া ১৬৪ বাংলাদেশিকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স। আজ বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, বুধবার চেন্নাইয়ের স্থানীয় সময় সোয়া ১২টায় ঢাকার উদ্দেশ্যে বোয়িং ৭৩৭-৮০০ প্লেনটি চেন্নাই বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তিন ঘণ্টার যাত্রা শেষে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, আগামী ২৪ ও ২৫ এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় আরো দুটি ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ফ্লাইটগুলো ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।