প্রাক্তন সতীর্থ জ্লাটান ইব্রাহিমোভিচের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির মিডফিল্ডার জোয়াও পেদ্রো যুক্তরাষ্ট্রের ক্লাবে তাঁর । ২০১৮’র মেজর সুপার লিগে শেষ ম্যাচে হারের পরে এই সুইডিশ মহাতারকা নাকি রীতিমতো তাদের খুনের হুমকি দিয়েছিলেন।
পেদ্রোর কথায়, ‘খেলা শেষ হওয়ার পরে ও (ইব্রা) রীতিমতো গলা চড়িয়ে আমাদের কিছু বাজে কথা শুনিয়েছিল।’ তাঁর দাবি, সুইডিশ তারকা সেদিন বলেছিলেন-আমাকে শুধু বলো যে তোমরা এখানে সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর জন্য এসেছ কি না। না হলিউড দেখতে এসেছ? মনে রাখবে, আমার ব্যাঙ্কে ৩০০ মিলিয়ন ডলার রয়েছে। একটা আস্ত দ্বীপের আমি মালিক। তাই তোমাদের মতো ও সবের আমার দরকার পড়ে না। আর তোমাদের মধ্যে প্রথম যে ‘হ্যাঁ’ বলবে তাকে আমি খুন করে ফেলব।
কিন্তু কী হয়েছিল সেই ম্যাচে? সে বিষয়েও মুখ খুলেন পেদ্রো। তিনি জানান, ২-০ এগিয়ে থেকেও তাঁদের ক্লাব ম্যাচটা হেরে গিয়েছিল হিউস্টন ডায়নামোর কাছে। সেটাই ছিল লিগের শেষ ম্যাচ। তাও লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির ঘরের মাঠে। সে বার ইব্রাদের ক্লাব সমর্থকদের চূড়ান্ত হতাশ করে লিগ শেষ করে ১৩তম স্থানে। যেটা মেনে নিতে পারেননি সুইডিশ মহাতারকা। যার জন্য শেষ ম্যাচের পরে সতীর্থদের ওপরে ক্ষোভে ফেটে পড়েন।
অবশ্য এখন ইটালিতে এসি মিলানে খেলছেন ইব্রাহিমোভিচ। মেজর সুপার লিগে দুই মৌসুম খেলে তাঁর মোট গোল ৫২টি।
সূত্র : আনন্দবাজার