ভারতের ডিজিটাল ব্যবসায় নামছে ফেসবুক। এ লক্ষ্যেই দেশটির সবচেয়ে বড় ধনী মুকেশ আম্বানির টেলিকম ব্যবসা রিলায়েন্স জিও’র ১০ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে । এ চুক্তি হবে ৫.৭ বিলিয়ন ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩ হাজার ৫৭৪ কোটি রুপি)। এর ফলে ভারতে ডিজিটাল পেমেন্ট সেবায় ফেসবুক তাদের জনপ্রিয় হোয়াটসআপ চ্যাট সেবা কাজে লাগাতে পারবে। 

বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) আওতাধীন সংস্থা হল জিও প্ল্যাটফর্ম। মূলত, রিলায়েন্সের ডিজিটাল সেবা প্রদান করে থাকে এই সংস্থা। আবার এই জিও প্ল্যাটফর্মের আওতাধীন হল রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড, যাদের বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ৩৮.৮ কোটি।

মূলত, ঋণের বোঝা লাঘব করতে বেশ কিছুদিন ধরেই লগ্নীকারী খুঁজছিলেন মুকেশ আম্বানি। যেমন, ১৫ বিলিয়ন ডলারের বিনিময়ে সৌদি তেল শোধন সংস্থা আরামকোকে নিজের ২০ শতাংশ বেচে দেওয়ার আলোচনা চালাচ্ছে রিলায়েন্স (পেট্রো)। গুগলের সঙ্গেও একটি পৃথক বিলগ্নীকরণের আলোচনা চলছে। যদিও এ নিয়ে বিস্তারিত তথ্য জানা যায় না।

বিশেষজ্ঞদের মতে, জিও প্ল্যাটফর্মের সঙ্গে এই চুক্তির ফলে, ভারতে আরও বিস্তার লাভ করবে ফেসবুক। বিশ্বে চীনের পর ফেসবুকের সর্ববৃহৎ গ্রাহক সংখ্যা ভারতে। ইতিমধ্যে ভারতে ৪০ কোটির বেশি গ্রাহক রয়েছে ফেসবুকের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের। ভারতে পেমেন্ট পোর্টাল খুলতে চাইছে ফেসবুক। ফলে, টেলিকম সংস্থার সঙ্গে গাঁটছড়ায় জনসাধারণের কাছে পৌঁছতে সুবিধে হবে।

জিও এক বিবৃতিতে জানায়, এ বিনিয়োগের ফলে জিও প্ল্যাটফর্মের সবচেয়ে বড় সংখ্যালঘু শেয়ারধারী হবে ফেসবুক। এতে ব্যবসায় প্রতিষ্ঠানটির মূল্য দাঁড়াবে ৬৬ বিলিয়ন ডলার।

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, ‘ভারতের অর্থনীতিতে বড় ডিজিটাল রুপান্তর ঘটছে। এখানে দেশটির লাখ লাখ সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীকে অনলাইনে আনতে জিও’র মতো প্রতিষ্ঠান বড় ভূমিকা রাখছে। সেই ডিজিটাল রুপান্তরে আমরাও অংশীদার হতে যাচ্ছি।’

সূত্র: রয়টার্স