মিজানুর রহমান স্বাধীন:

“বেক্সিমকো ইসলামিক আইকন- সিজন-৪ ইতোমধ্যে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অজনে পদার্পণ
করেছে। ইসলাম ও সাধারণ জ্ঞানের যুদ্ধে এবার লড়বেন বাংলাদেশ ও ভারতের আলেমে দ্বীন, কলেজ ও
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ট্যালেন্ট ও খতিবগণ।

অনুষ্ঠানের আয়োজক গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও ইসলামিক আইকন- এর চেয়ারম্যান
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ খালিদ সাইফুল্লাহ বকসী বলেন: জ্ঞানভিত্তিক এই রিয়েলিটি শো এর সবচেয়ে বড়
আকর্ষণ হলো এর কনটেন্ট ক্যাম্পাস। যেমনঃ মহাগ্রন্থ আল-কুরআন ও হাদিসের শব্দানুবাদ, বাক্যানুবাদ, শানে নুজুল,
ব্যাখ্যা, শিক্ষা, বিধান, ইসলামিক কারেন্ট নলেজ, বাংলাদেশ সংক্রান্ত জিজ্ঞাসা, গণমানুষের প্রশ্ন ও উত্তর এবং বক্তৃতা
বা খুত্বাদানে পারদর্শীতা। সুবিশাল এই আয়োজনে এবার তুলে দেয়া হয়েছে বয়স সীমা, ফলে সববয়সী ট্যালেন্ট
বিশেষ করে সম্মানীত খতিব সাহেবগণ লড়তে পারবেন এই প্রতিযোগিতায় ।- রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা
রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর ড. চৌধুরী মাহমুদ
হাসান, চেয়ারম্যান, ইবনে সিনা ট্রাস্ট ও সাবেক উপাচার্য, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রফেসর ড. নকিব
মো: নসরুল্লাহ, আইন অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. শামসুল আলম চেয়্যারমান ইসলামিক স্টাডিজ বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়। আহমদ বদরুদ্দিন খান, সম্পাদক মাসিক মদিনা। এবারের আসরেও চ্যাম্পিয়ন, ১ম রানারআপ
ও ২য় রানারআপসহ সেরা ১০জন পাচ্ছেন পবিত্র ওমরাহ পালন, বিদেশ ভ্রমণ, শরীয়াহ সম্মত জীবন ও স্বাস্থ্যবীমাসহ
লক্ষ লক্ষ টাকার পুরস্কার। এছাড়াও টিভি রাউন্ডে অংশগ্রহণ করতে পারলেই মিলবে নগদ টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট
ও আকর্ষণীয় গিফট হ্যাম্পার ।

কয়েকটি বিষয়কে সামনে রেখে এই আয়োজনঃ

১ দেশে ও দেশের বাহিরের প্রত্যন্ত অঞ্চলে থাকা সুপ্ত প্রতিভাবানদের খুঁজে তাদের প্রতিভার বিকাশ ঘটানো।

২. পবিত্র বিনোদনের নির্মাণ চেতনায় নির্মিত এই অনুষ্ঠান দর্শকের জন্য একদিক থেকে হবে কুরআন সুন্নাহর জ্ঞান আহরণের
এক নির্ভরযোগ্য মাধ্যম। অন্যদিকে সুস্থ বিনোদন প্রাপ্তির এক অনুপম সুযোগ ।

৩ বিশ্বমানের ইসলামিক স্কলার তথা যুযোপযোগী আলেমে দ্বীন তৈরীর মাধ্যমে মানবিক পৃথিবী গড়তে অবদান রাখা।
গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক এই আয়োজনের টাইটেল স্প্সর-বেক্সিমকো গ্রুপ।

বিশ্বমানের এই আয়োজনের টিভি রাউন্ডের পর্বপুলি দেখা যাবে পবিত্র মাহে রমজানে । বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন
আরটিভি, ভারতের আকাশ টিভি ও আমেরিকার আইটিভি ইউএসএসহ ৪০টি গণমাধ্যমে প্রচার করা হবে। অনুষ্ঠানটিতে বিচারক
হিসেবে থাকবেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও শিক্ষাবিদগণ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
সরকারের মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ, দেশবরেণ্য শিক্ষা ও সংস্কৃতিবিদ এবং কর্পোরেট অংজনের বিশিষ্টজন।

ধন্যবাদান্তে
খালিদ সাইফু্াহ বকসী
চেয়ারম্যান
“বেক্সিমকো ইসলামিক আইকন” সিজন ৪