চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই শ্লো-গানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা, ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়ার্ড ২০২৪ এর দুই দিন ব্যপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারী) বিকাল সাড়ে চারটায়, উপজেলা পরিষদ চত্বরে এ সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা: কামরুন্নেছা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার ভৌমিক, আই সিটি কর্মকর্তা মো: অসাদুজ্জামান, সরকারী বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক তুষার কান্তি সরকার প্রমূখ। অনুষ্ঠানের আয়োজনে, উপজেলা প্রশাসন ও তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।