গণমাধ্যমের অবাধ ও মুক্ত ভূমিকা পালনে সহায়ক পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক সংবাদ বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি। আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।

টিআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিকের সাংবিধানিক অধিকার ও সরকারের গণতান্ত্রিক জবাবদিহির অপরিহার্য নিয়ামক গণমাধ্যম। এর অবাধ ভূমিকা পালন, বিশেষ করে কভিড-১৯ উদ্ভূত দুর্যোগ মোকাবেলায় নাগরিকদের তথ্যপ্রাপ্তি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা জরুরি।

এই সংকটের সময় গণমাধ্যমকর্মীদের পেশাগত ও স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি গণমাধ্যম প্রতিষ্ঠানসমূহ সচল রাখতে সরকারসহ অংশীজনদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি।