বাংলাদেশের স্বাস্থ্য, গার্মেন্টস, বিদ্যুৎ খাতে অর্থয়নসহ বাণিজ্যিকভাবে নানা ব্যবসায় বিনিয়োগ বাড়াতে কানাডা আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি জানান,কানাডায় বাংলাদেশি পণ্যের চাহিদা থাকায় সেদেশে রপ্তানি ক্রমান্বয়ে বাড়ছে। গত অর্থ বছরে বাংলাদেশ কানাডায় ১১১৮ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে,একই সময়ে পণ্য আমদানি করেছে ৪৯৮ দশমিক ১৬ মিলিয়ন ডলারের।
সোমবার সচিবালয়ে নিজ অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনোয়েট প্রিফনটেইনের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‘বর্তমান সরকারের বানিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর আজ প্রথম কানাডার এই হাইকমিশনারের সঙ্গে বৈঠক। বৈঠকে আমরা উভয় দেশের বাণিজ্যিক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের অর্থনৈতিক সাফল্যে কানাডা অভিভূত। তারা বলেছে, বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য দেখে এখন তারা এ দেশে স্বাস্থ্যসেবা, গার্মেন্টস, বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বিভিন্ন খাতে অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে। তারা আগ্রহ প্রকাশ করে বলেছে, বাংলাদেশে বাণিজ্যিক পরিবেশ খুবই ভালো।’’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘কানাডা আসলে যেটা চায়- তা হচ্ছে দু’দেশের ব্যবসায় আরও সাফল্য লাভ করা যায় এমন ব্যবসায় বেশি অর্থায়ন করতে।