ভারতের জাতীয় দলের অধিনায়ক থাকার সময়ে তার নাম ছিল ‘ক্যাপ্টেন কুল’। যত কঠিন পরিস্থিতিই হোক না কেন, চাপের লেশমাত্রও থাকত না তার চোখে মুখে। মানসিক দৃঢ়তা ধোনিকে বাকিদের থেকে আলাদা করে দিয়েছে। সেই মহেন্দ্র সিংহ ধোনি বলছেন, ব্যাট হাতে নামার সময় তিনিও চাপ অনুভব করেন! শুরুতে তার বুকেও কাঁপন ধরে।

বহু ম্যাচে ভারতীয় দল যখন বিপর্যয়ে পড়েছে, ঠাণ্ডা মাথায় ব্যাটিং কিংবা ক্যাপ্টেন্সি করে ম্যাচ বের করে আনতেন ধোনি। সেই তিনিই এবার একটি সংস্থার হয়ে প্রচারকাজ করতে গিয়ে বলেছেন, ‘আমি যখন ব্যাট করতে নামি তখন প্রথম পাঁচ-দশটা বল খেলার সময়ে আমার হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়। চাপ অনুভব করতে শুরু করি। ভয় পাই।’

উল্লেখ্য, গত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্সে একের পর এক উইকেট হারিয়ে ভারতের পিঠ যখন দেওয়ালে ঠেকে গিয়েছিল, তখন রুখে দাঁড়ান ধোনি ও রবীন্দ্র জাদেজা। দুজনের জুটি জমে উঠতেই রান-আউট হয়ে যান ধোনি। ভারতেরও জয়ের স্বপ্নও শেষ  হয়ে যায়। কিন্তু যতক্ষণ উইকেটে ছিলেন, ততক্ষণ ধোনির মাঝে কোনো টেনশন দেখা যায়নি।