শাহাদাৎ হোসেন ভূইয়া, নোয়াখালী প্রতিনিধি :

করোনার থাবায় মানুষ যখন নিরুপায় হয়ে ঘরে বন্ধী হয়ে আছে।কর্মহীন মানুষের ঘরে নেই পর্যাপ্ত খাবারের ব্যাবস্থা ঠিক এমনই এক কঠিন মুহুর্তে সেনবাগের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মফিজুর রহমান।ইতিপূর্বে তিনি সেনবাগের মানুষের জন্য ১ কোটি টাকা বাজেটের ঘোষনা দিয়েছেন।এর মধ্যে থাকছে গরীব, কর্মহীন মানুষের জন্য উপহার স্বরূপ নিত্যপ্রয়োজনীয় খাবার।এছাড়াও থাকছে সেনবাগের সকল মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের জন্য বিশেষ উপহার। এই সকল উপহার পেয়ে গৃহবন্দী ও কর্মহীন মানুষ কিছুটা আশার আলো খুঁজে পেয়েছে।গত ৫ ই মে কাজী মফিজুর রহমানের পক্ষ থেকে মাষ্টার ইকবাল সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নগদ ৭০০০০ হাজার টাকা ও পিপিই হস্তান্তর করেন।এই সকল কার্যক্রম পরিচালনা করেন সেনবাগ বিএনপির সদস্য সচিব মাষ্টার ইকবাল, ভিপি মফিজ,ফারুক বাবুল,জাফর আহমদ,শফিক চৌধুরী,জামাল হোসেন,বেলাল হোসেন এছাড়াও সার্বিক তদারকিতে নিয়েজিত আছেন উনার ভগ্নিপতি আবদুল মমিন ভুইঁয়া।