লেখক আদিল মাহমুদ

জাগো বীর বাঙ্গালী,ধরতে হবে সচেতনতার অস্ত্র,
প্রতিহত করো৭১ এর মতো,ভাইরাসের মারনাস্ত্র,
৭৪ এর দুর্ভিক্ষ ঠেকিয়ে দিয়েছি,কারো হইনি দ্বারস্থ,
এটা মুক্তিযোদ্ধাদের দেশ,করব “করোনা”কে পরাস্ত।

প্রতিষেধক নেই কি হয়েছে,মোদের আছে মনোবল,
দূরত্ব ও সরকারি সহায়তা আমাদের বড় বল,
সরকার এসেছে এগিয়ে,পরিহার করো হীনবল,
নেত্রী দেশের শেখ হাসিনা,অসহায়দেরই সম্বল।

মহামারী ছোঁয়া ছুঁয়ে,সচেতনদের জন্য নয় ছুড়ি,
এটা অবুঝের জন্যই মহামারী,দূরত্বে হাতে খড়ি,
তাই ভয়ের কিছু নাই,আছে সুরক্ষার আদেশ জারি,
“করোনা”আক্রান্তের পাশে দাঁড়িয়ে ,শিক্ষা দাও “মহামারী”।

বাঙালি জাতি পরিক্ষিত,ভয় করে না কোন মারনাস্ত্র,
মানুষের সচেতনার কাছে”করোনা”অতি ক্ষুদ্র অস্ত্র,
তো কোথায় ভয়,দাও “করোনা”য় মৃতদের গায়ে বস্ত্র,
বুঝতে হবে আক্রান্তরা অসহায়,তোমরাই যুদ্ধাস্ত্র।

সরকারি ঘোষণা,সবার জন্যই উন্মুক্ত স্বাস্থ্য সেবা,
স্বাস্থ্যকর্মি,আর্মি, পুলিশ ও প্রশাসন তোমাদের হেবা,
তাহলে কেন ভয়,অসুস্থদেরকে করতে মনো সেবা,
ধৈর্য্য ধর,হীনমন্যতা ত্যাগ করো,আসবে পরিষেবা।

বিশ্বে মানব জাতি আজ অসহায়,নেই কারো অজানা,
দয়া করে আক্রান্তদেরকে সাহায্য থেকে দূরে থেকো না,
হিংসা বিদ্বেষকে পরিহার করো,ভাতৃত্বকে ছেড়ো না,
সফলতা আসবে, করে যাও”আন নুর”এর প্রার্থনা।

কবি-আদিল মাহমুদ
ওসি (তদন্ত)
পরশুরাম মডেল থানা,ফেনী।