রফিকুল ইসলাম


কুমিল্লা সদর উপজেলার ১নং কালির বাজার ইউনিয়নের রায়চোঁ গ্রামের মৃত আবদুল মান্নানের জমি দখল ও মারধরের অভিযোগ উঠেছে।
তার ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে । আবদুল মান্নানের দুই ছেলে লিটন ও ফারুক থাকেন প্রবাসে। বাড়ীতে থাকা লিটনের স্ত্রী ও বোনের উপর চাচাতো
ভাইয়েরা জমি দখলের বিষয়ে নিয়ে হামলা করেছে বলে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ করেছে লিটনের স্ত্রী।

লিটনের বোন মুন্নি জানান, আমার বাবা আবদুল মান্নানের ক্রয়কৃত জমির উপর বাউন্ডারি ওয়াল ভেঙ্গে জোড়পূর্বক জমি দখল ও মালিক বলে দাবী করে
চাচাতো ভাই ইব্রাহিম ও খলিলের পরিবার। সম্প্রতি সময়ে এনিয়ে তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে রাতের আধাঁরে বাউন্ডারি ওয়াল ভেঙ্গে দখলের চেষ্টা চালায়।
তবে এ ঘটনায় আমার ভাই প্রবাসী লিটনের স্ত্রী জোবায়দাকে লাথি কিল ঘুশি ও গলা টিপে হত্যার চেষ্টা চালায়।

মুন্নির অভিযোগ, তাদের পিতা আব্দুল মান্নানের ক্রয়কৃত সম্পতির মধ্যে ৭শতক জমি নিয়ে তার চাচাতো ভাই ইব্রাহিম, জলিল ও তার দলবল নিয়ে
এলোপাতাড়ী ভাবে হামলা চালিয়ে বাউন্ডারির দেয়াল ভেঙ্গে জমি দখল করে। এই জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায়ও তারা আদালতের
তোয়াক্কা না করে স্থানীয় সাবেক মেম্বারের সহযোগিতায় প্রভাব বিস্তারের মাধ্যমে হুমকি দিয়ে যাচ্ছে।

তবে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভোক্তভোগী পরিবারের দাবী প্রকৃত জমির মালিক কে যাচাই-বাছাই করে যথাযথ কর্তৃপক্ষের
সহযোগিতার মাধ্যমে তাদের পরিবারের নিরাপত্তা ও সঠিক বিচারের পাওয়া নিশ্চিত করা হউক।