শেখ সবুজ আহমেদ

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়ার পরপরই শৈলকুপা শহরের দোকান ও মার্কেটগুলোতে মানুষের ঢল নেমেছে। এতে শহরের রাস্তাগুলোতে যানজট দেখা দেয়। বিশেষ করে পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের বেশি উপস্থিতি লক্ষ করা গেছে। শহরের এসব দোকানগুলোতে সঠিকভাবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। এ বিষয়ে শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম শহরের দোকান ও মার্কেটগুলোর মালিকদের উদ্দেশে বলেছেন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করেন। এবং আপনাদেরকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানাই।
শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম আরো জানায়, যে সমস্ত ক্রেতা শহরের উদ্দেশ্যে আছেন তাদের’কে অনুরোধ করি, আপনারা জীবনের মায়া তুচ্ছ করে মার্কেটগুলোতে ভিড় জমাবেন না। কারণ এই মহামারী করোনাভাইরাস ইতিমধ্যে আমাদের শৈলকুপা উপজেলায় বিস্তার লাভ করেছে, আর এর থেকে বাঁচতে হলে আমাদেরকে সচেতন হতে হবে ও সামাজিক দূরত্ব থেকে যার যার কাজ করতে হবে। এবং আপনাদের’কে আরও বলতে চাই, শহরের মধ্যে এলে অবশ্যই মাক্স, হ্যান্ডগ্লাভস পরে আসবেন কারণ নিজের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে।