আতিকুর রহমান- মোহাম্মদপুর প্রতিনিধি

বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মৃত্যুবরণ করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ইমেরিটাস অধ্যাপক ছিলেন।

আজ বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি প্রাণত্যাগ করেন।

তার ছেলে আনন্দ জামান ফেসবুকে এক পোস্টে এ খবর দিয়েছেন।

অধ্যাপক আনিসুজ্জামানকে গত ৯ই মে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।

তার পরিবার জানাচ্ছে, আজ সকালে তার জ্বর আসে। সাথে সাথে বাড়ে বুকে ব্যথা।

পরিস্থিতি সঙ্কটজনক হয়ে পড়লে তাকে হাসপাতালের ক্রিটিকাল কেয়ার সেন্টারে সরিয়ে নেয়া হয়।

সেখানেই তিনি মারা যান।