করোনা চিকিৎসায় ঢাকা মেডিক্যালে প্রথমবারের মতো প্লাজমা সংগ্রহ শুরু হয়েছে।

আজ শনিবার করোনা থেকে সেরে ওঠা দিলদার হোসেন বাদল নামে সোহরাওয়ার্দী মেডিকেলের একজন চিকিৎসক প্রথম প্লাজমা দান করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে করোনাজয়ী তিনজন চিকিৎসকের কাছ থেকে আজ প্লাজমা সংগ্রহ করা হবে।

দেশে কোভিড-নাইনটিন রোগীদের চিকিৎসায় এক সপ্তাহের মধ্যে পরীক্ষামূলক প্লাজমা থেরাপি শুরু করার আশা করা হচ্ছে। অনুমোদন পাওয়া সাপেক্ষে আক্রান্ত মুমূর্ষু ব্যক্তিদের চিকিৎসায় এ পদ্ধতি ব্যবহার করা হবে- এমন তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন চিকিৎসকরা।

কোভিড উনিশে আক্রান্ত মূমুর্ষ ব্যক্তিদের চিকিৎসায় এ পদ্ধতি ব্যবহার করে চীন, ইউরোপ, আমেরিকাসহ কয়েকটি দেশে সুফল মিলেছে। বাংলাদেশে এ চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা যায় কি-না দেখতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কারিগরি উপকমিটি গঠন করে। ওই কমিটি পরীক্ষামূলভাবে এই পদ্ধতি প্রয়োগের একটি প্রটোকল জমা দেয় বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে। তারা প্রস্তাবটির নৈতিক দিক খতিয়ে দেখে এর অনুমোদন দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত প্লাজমা থেরাপিতে জীবন বাঁচবে অসংখ্য মানুষের।