শাহাদাত হোসেন ভূইয়া, নোয়াখালী প্রতিনিধি :

প্রভাতী শব্দটি শুনলে মনে পড়ে প্রভাতী স্কুলের কথা।শিরোনাম শুনে অনেকেই মনে করতে পারে এটা নোয়াখালীর কোন বাজারের নাম।কিন্তু বিষয়টি সেই রকম কিছুই না।করোনা সংক্রমণ বৃদ্ধি রোধ করার জুন্য নোয়াখালীকে অনিদিষ্টকালীন লকডাউন ঘোষনা করেছে নোয়াখালীর জেলা প্রশাসক।সকল আইনশৃঙ্খলা বাহিনী প্রতিদিনই নোয়াখালীর বাজারগুলোতো অভিযান জোরদার করেছে।শুধু মুদি দোকান,ওষুধ দোকান,কাঁচা বাজার গুলো খোলা রেখে বাকি সব দোকানের উপর কঠিন বিধি নিষেধ আরোপ করেছে।কিন্তু কথায় আছে চোরের উদ্যেশ চুরি তাকে যতই ধর্মের দোহাই দেওয়া হোক না কেন সে চুরি করবেই।বিভিন্ন উপজেলার বাজারগুলোতে দেখা পরিদর্শন করে দেখা গেছে ভোর হওয়ার সাথে সাথে কাপড়ের দোকান খোলা এবং ক্রেতাদের উপচে পড়া ভিড়।সেই সব দোকানগুলো আবার সকাল ১০ বাজার সাথে সাথে বন্ধ করে দেয় যাতে আইনশৃঙ্খলা বাহিনীর চোঁখে না পড়ে।এই প্রভাতী বাজারের কারনে খুব শিঘ্রহী নোয়াখালী ২য় নারায়নগঞ্জে রুপ নিবে। তখন প্রতিরোধ করা যাবে না মৃত্যুর মিছিল এমনটাই জানিয়েছেন নোয়াখালীর সিভিল সার্জন।