ঢাকা জেলার বিভিন্ন এলাকায় লোকজনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা প্রতিপালনে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন।

আজ বুধবার সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরীর ধানমন্ডি, যাত্রাবাড়ী, ভাটারা, খিলক্ষেত, বনানী, গুলশান, খিলগাও, রামপুরা, হাতিরঝিল, কোতোয়ালি, হাতিরপুল, মগবাজার, হাজারীবাগ, ইসলামপুরসহ জেলার সকল উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ঢাকা জেলা প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় আজ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলা গুলোতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মোট ২২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৭ টি মামলা এবং, এক লাখ ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ সহায়তা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার দোহার উপজেলাতে মাহমুদপুর আশ্রয়ণ প্রকল্পে ২৪০টি, বেদে পল্লীতে ৬০টি, ভাসমান পরিবারে ১২০টি সহ মোট ৪২০ টি পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

টিসিবির বিক্রয়কেন্দ্র গুলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।