মুরাদনগর প্রতিনিধি: শামসুদ্দিন

নভেল করোনাভাইরাসে সৃষ্ট ভয়াবহ মহামারিতে কর্মহীনহয়ে পড়া নিম্ন-বিত্ত, নিম্ন-মধ্যবিত্ত পরিবার দরিদ্র, অতিদরিদ্র, হতদরিদ্র বস্তিবাসী ছিন্নমূল, পথবাসী, দুঃস্থ, অসহায় প্রায় ১২০টি দরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মি.ফান পরিবারের পক্ষ থেকে ।

প্রতিটি পরিবারের জন্য যা ছিলঃ তেল-১ কেজি, পোলার চাউল-১ কেজি, চিনি-১ কেজি, সেমাই-২ পিছ,নুডুলস-২ পিছ, কনডেনস মিল্ক দুধ-১ পিছ ,লবন- আধা কেজি, কিসমিস- পরিমাণ মতো

যে সকল গ্রামগুলিতে দেয়া হয়েছে-
১ঃ দঃপাড়া(মুরাদনগর)-১০ পরিবার
২ঃ মধ্যপাড়া(মুরাদনগর)-১০পরিবার
৩ঃ উত্তর পাড়া(মুরাদনগর)-১৩পরিবার
৪ঃ বাহরমের কান্দা-১২ পরিবার
৫ঃ ভূবনঘর-৮ পরিবার
৬ঃ দরিকান্দি-৯ পরিবার
৭ঃ শুশুন্ডা-৫ পরিবার
৮ঃ কাশিপুর-৫ পরিবার
৯ঃ মোচাগরা-১২ পরিবার
১০ঃ রহিমপুর-১১ পরিবার
১১ঃ রামধনী মুড়া-৫ পরিবার
১২ঃ করিমপুর-৫ পরিবার
১৩ঃ নিমাইকান্দি-১১ পরিবার
১৪ঃ পাচকিত্তা-৪ পরিবার

মি.ফান পরিবারের পক্ষ থেকে জানানো হয় ,আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। আপনি ও আপনার সাধ্যমত সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ান। আজকের এই কাজের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আর্থিক এবং মানসিক ভাবে শ্রম দিয়ে আমাদেরকে সহযোগীতা করেছে। আমাদের সকল প্রবাসী ভাইদেরকে এই দানের উসিলায় আল্লাহ তাআলা তাদের সহিসালামতে রাখুক এবং সমাজের ভালো কাজে এগিয়ে আসার তৌফিক নসিব করুক।