করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল বোর্নমাউথের গোলরক্ষক অ্যারন রামসডেল। তিনদিন আগে তার টেস্টের ফল ছিল নেগেটিভ। এর ফলে নিশ্চিতে গিয়েছিলেন শপিং করতে । মনে করা হচ্ছে সেখান থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। 

গত ১৮ মে করোনা পরীক্ষা করেছিলেন রামসডেলে। পরীক্ষার ফল আসে নেগেটিভ। ফলে নিশ্চিন্ত মনে শপিং করতে বের হন তিনি। পরবর্তীতে শরীর খারাপ হলে, চিকিৎসকের শরণাপন্ন হন ইংলিশ গোলরক্ষক। এরপর করোনা পরীক্ষায় পজিটিভ আসে তার।

‘সান স্পোর্টসকে গোলরক্ষক রামসডেলে বলেন, ‘এটা অবাক করার মতই ব্যাপার। আমি কারও সংস্পর্শে যাইনি, কিন্তু আক্রান্ত হলাম। তাই বিষয়টা খুবই ভয়ঙ্কর এবং দুশ্চিন্তার। আমি শপিংমলে গিয়েছিলাম। হয়তো সেখান থেকেই করোনা হয়েছে। প্রথমবার শুনে আমি ভয় পাই। এখন আমি মেনে নিয়েছি, আমি করোনা আক্রান্ত।’

বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন রামসডেল। কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হলে আবারও করোনা টেস্ট করানো হবে তার। সে টেস্টে ফল নেগেটিভ আসলে তবেই ট্রেনিংয়ে ফিরতে পারবেন।