চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৬৩ বছর বয়সি এক করোনা আক্রান্ত ব্যক্তিকে প্লাজমা থেরাপি দিয়েও বাঁচানো যায়নি।
ডায়েবেটিসসহ বার্ধক্য জণিত আরো নানা রোগে আক্রান্ত করোনা পজিটিভ এই ব্যক্তি শনিবার (৩০ মে) দুপুরে জেনারেল হাসপাতালের আইসিইউতে মৃত্যু বরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব।
তিনি জানান. করোনা পজিটিভ হওয়ায় গত ২৪ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন নগরীর কাট্টলি এলাকার বাসিন্দা চন্দন দত্ত। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার অবস্থার অবনতি ঘটে।
এই সময় তাকে করোনা থেকে সুস্থ হওয়ার এক রোগীর প্লাজমা সংগ্রহ করে ওই ব্যক্তির শরীরের দেয়া হয়। এছাড়া তাকে আইসিইউ সাপোর্টেও রাখা হয়। কিন্তু শনিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু ঘটে।