করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। রবিবার তার শ্বাসকষ্ট দেখা দিলেও এখন সে পরিস্থিতি থেকে ভালো আছেন এই প্রবীণ চিকিৎসক।

মঙ্গলবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু ঢাকা টাইমসকে একথা জানিয়েছেন।

মিন্টু বলেন, আজ বেলা দেড়টার দিকে গণস্বাস্থ্য হাসপাতালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে দেখা করেছি। তিনি জানিয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে গলায় একটু ব্যথা আছে।

প্রবীণ এই চিকিৎসক দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান জাহাঙ্গীর আলম মিন্টু।

গত ২৪ মে করোনার নমুনা পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা পিজিটিভ ধরা পড়ে। শুরুতে বাসায় আইসোলেশনে থাকলেও পরে তিনি হাসপাতালে ভর্তি হন। ইতিমধ্যে দুইবার তিনি প্লাজমা থেরাপি নিয়েছেন। নিজে আক্রান্ত হওয়ার একদিন পর জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও ছেলের করোনা পজিটিভ আসে।