লিবিয়ায় মানব পাচারের অভিযোগে ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২ জুন) রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। মামলা নস্বর ০১।

মঙ্গলবার রাতে পল্টন থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্দিকী রাইজিংবিডিকে বলেন, ‘‘সিআইডির এসআই রাশেদ ফজল মামলাটি দায়ের করেন। সেখানে ৩৮ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

‘মামলাটি সিআইডি তদন্ত করবে। এসব আসামিরা দীর্ঘদিন ধরে লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানুষ পাচার করে আসছিল।”