করোনা আতঙ্কে প্রায় দুই মাস ধরে গৃহবন্দি রবিচন্দ্রন অশ্বিন। সব কিছু ঠিকঠাক চললে এত দিনে আইপিএলও শেষ হয়ে যেত। শুরু হয়ে যেত প্রাক-মৌসুম প্রস্তুতি। কিন্তু এই মহামারি সবার জীবনের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বরং বেড়েই চলেছে সংক্রমণ।

এদিকে বাড়িতেও আর বসে থাকতে ইচ্ছে করছে না অশ্বিনের। গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে এক বিশেষ ব্যক্তিত্বকে তিনি বলেন, ‘‘খুব অস্বস্তি হচ্ছে। বাড়িতে আর বসে থাকা যাচ্ছে না। কোনও ভাবে ক্রিকেট শুরু হোক। আমি খেলতে চাই।’’

তিনি আরো বলেন, ‘‘শুরুতে ভেবেছিলাম, বাড়িতে বসে থাকতে ভালোই লাগবে। কিন্তু যত দিন যাচ্ছে, অস্বস্তি বাড়ছে। আর বাড়িতে থাকতে ভাল লাগছে না। আমি বের হতে চাই। ক্রিকেট খেলতে চাই আবার।’’ 

চেন্নাইয়ে করোনার আশঙ্কায় এখনও কোনো ধরনের খেলাধুলো শুরু হয়নি। কবে তা শুরু হবে তাও বলতে পারলেন না অশ্বিন। কিন্তু তিনি চান, সব ঠিক হলেই যেন খেলাধুলো শুরু হয়।