পাবনায় অবসরপ্রা’প্ত এক ব্যাংক কর্মক’র্তা এবং তার স্ত্রী-মেয়েকে কু’পিয়ে ও শ্বা’সরোধ করে হ’ত্যা করেছে দু’র্বৃত্তরা।

শুক্রবার বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শহরের দক্ষিণ রাঘবপুরের একটি বাড়ির দরজা ভে’ঙ্গে ৩ জনের পচন ধ’রা লা’শ উ’দ্ধার করে পুলিশ। তিনজন হলেন- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রা’প্ত কর্মক’র্তা আবদুল জব্বার (৬২), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫৬) এবং মেয়ে সানজিদা খাতুন (১২)।

পাবনা সদর থানার ওসি নাসিম আহম্মেদ জানান, দক্ষিণ রাঘবপুরের জনৈক আবদুল খালেকের ৪ ইউনিটের একটি দোতলা বাড়ির নিচ তলার একটি ইউনিটে সপরিবারে ভাড়া থাকতেন আবদুল জব্বার। বাড়ির মালিক ঢাকায় বসবাস করেন। বাড়িটির দোতলা এবং নিচ তলার একটি ইউনিট ফাঁ’কা।

এখন মর’দে’হে পচন ধরেছে এবং গন্ধ বেরিয়েছে। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে দু’র্বৃত্তরা তিনজনকে কু’পিয়ে ও শ্বা’সরোধ করে হ’ত্যা করেছে। ওসি আরও জানান, আবদুল জব্বার যে ইউনিটে ভাড়া থাকতেন সে ইউনিটের কক্ষগু’লো তছনছ করা এবং আলমিরা ভা’ঙ্গা পাওয়া গেছে। লা’শ উ’দ্ধারের খবর পেয়ে নি’হত আবদুল জব্বারের স্বজনরা ছুটে আসেন। সদর উপজে’লার ভাড়ায় বসবাস করা নি’হত আবদুল জব্বারের ছোট ভাই মনিরুজ্জামান (৫০) এবং ছোট বোন নাজমা আকতার (৪৫) জানান, তারাও বুঝতে পারছেন না, কেন এবং কারা’ এই হ’ত্যাকাণ্ড ঘটিয়েছে।

পুলিশ সুপার আরও জানান, পুলিশের একাধিক ইউনিট রহস্য উদঘাটনে ইতিমধ্যেই মাঠে নেমেছে। এ ছাড়া রাজশাহী থেকে পুলিশের ক্রা’ইম ইউনিটের বিশেষ টিম রওনা হয়েছে। তারা এসে ঘটনাস্থল পরিদর্শন ও সুর’হতাল দেখবে। আলামত যাতে নষ্ট না হয়, সে জন্য রাজশাহী থেকে টিম না আসা পর্যন্ত লা’শ ওই বাড়িতেই থাকবে। পুলিশ বাড়িটি পাহারা দিচ্ছে।