নিজস্ব প্রতিবেদক


শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাগামী পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসের চালক চান্দিনা উপজেলা লিটন মিয়া (৪০) মারা যায় এবং বাসের হেলপার ও যাত্রীসহ ৮/৯জন অাহত হয়। স্হানীয়রা অাহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলার কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ময়নামতি হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়।
পুলিশ ও স্হানীয় সূত্র জানায় শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস ( কুমিল্লা – নাইয়ার-গৌরীপুর) পেছন থেকে বালুবাহী ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হেলপার কে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।