“তুমি আমাকে একটা জনম দিতে পারলে না”
১২ কোটি বছর আগে পৃথিবীকে ভালোবেসে যে ফুল গাছ পৃথিবীর এই বুকে জন্ম নিয়েছিল। সে আজও নিয়ম করে সকাল-সন্ধ্যা পৃথিবীকে সুভাস বিলিয়ে যায়।আর তুমি আমাকে একটা জনম দিতে পারলে না!
কত শত বছর সমুদ্রকে ভালবেসে নদী তার খোজে বইতে শুরু করলো,শাখা -প্রশাখা ছড়ালো।নিয়ম করে এখনো বয়ে যাচ্ছে সমুদ্রর সন্ধানে।আর তুমি আমাকে একটা জনম দিতে পারলে না!এই যে আকাশ মাটিকে ভালোবেসে, তাকে পাওয়ার আশায় কত কোটি বছর ধরে নিয়ম করে ছায়া দিয়ে যায়।অথচ তুমি আমাকে একটা জনম দিতে পারলে না!কত শত বছর আগে পাহাড়  বিশালতাকে ভালবেসে অপেক্ষার সিদ্ধান্ত নিয়েছিল।এখনো ঠায় দাড়িয়ে!অথচ তুমি আমাকে একটা জনম দিতে পারলে না”ঐ যে ল্যাম্পোস্ট রাস্তার অচেনা পথিককে ভালবাসে কত কত বছর ধরে তার সোডিয়াম আলো সবাইকে বিলিয়ে বেড়ায়।আর তুমি আামাকে একটা জনম দিতে পারলে না!বাড়ির ছাঁদ,নতুন তৈরী হওয়ার সময় শপথ নিয়েছিলো যে বাড়ির লোকদের ভালবেসে  সকল ঝড়-ঝাঁপটা, বৃষ্টি, বাদল থেকে আগলে রাখবে।কত সময় ধরে সে কথা রাখছে।অথচ তুমি আমাকে একটা জনম দিতে পারলে না! এই আমি কতটা ভালবেসে, পাজরে তোমাকে আগলে রেখেছিলাম?অথচ তুমি আমাকে একটা জনম দিতে পারলে না!           —-কারিশমা ওয়াজেদ শ্রেয়সী —–