প্রতিনিধি সামসু


আলহামদুলিল্লাহ,
মানব সেবায় মি.ফান পরিবারের পক্ষ থেকে এই প্রথম অসহায় এক মায়ের ঘর বেঁধে দেয়া হয়েছে। যার নামকরণ করা হয়েছে ছায়ানীড়।
২-৩ মাস আগের প্রচন্ড শিলা বৃষ্টির কারণে উনার ঘরের চাল নষ্ট হয়ে যায়। আর্থিক অসচ্ছলতার কারণে তা মেরামত করতে পারেনি। তথ্য পেয়ে ছুটে যাই উনার পাশে। উনার পারিপার্শ্বিক অবস্থা জেনে কাজ হাতে নেই। স্বামী নেই,ছেলে সন্তান নেই আছে শুধুমাত্র একটি মেয়ে, মেয়েটির স্বামী কোন খোঁজ খবর নেয় না, ছোট একটি ছেলে আছে।
আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ঘর করে দেয়ার পাশাপাশি উনার জন্য নতুন একটি খাট, বালিশ,তোষক, চাদর কিনে দেয়া হয়েছে। উনার কোন রান্নাঘর ও ছিল না। তাই ঘরের পুরাতন টিন গুলো দিয়ে একটা ছোট রান্নাঘর করে দেওয়া হয়েছে।
মুরাদনগর প্রতিনিধি শামসুদ্দিন সরকার (বাবু)

🏠 পরিচয়ঃ
নামঃ জাহানারা বেগম
স্বামীর নামঃ নাগর আলি(মৃত)
গ্রামঃ মোচাগড়া,মুরাদনগর, কুমিল্লা।

💞 সহযোগিতায়ঃ
১ঃ রাকিবুল হাসান-৫০০৳
২ঃ আব্দুস সাত্তার -১০০০৳
৩ঃ নাম প্রকাশে অনিচ্ছুক-১০০০৳
৪ঃ উজ্জ্বল -২০০০৳
৫ঃ রানা(সোহেল)-৫০০
৬ঃ রুবেল-৩০০৳
৭ঃ নাম প্রকাশে অনিচ্ছুক-৫০০০৳
৮ঃ নাম প্রকাশে অনিচ্ছুক-৫০০০৳
৯ঃ কামরুল-৫০০৳
১০ঃ আমাদের মোচাগড়া গ্রামের প্রতিনিধি আলমগীরের সার্বিক তত্ত্বাবধানে তার গ্রামের কিছু মানুষের কাছ থেকে কালেকশন কৃত-৭৩০০৳
১১ঃ শ্যাডো
(ওই ওয়ার্ক ফর স্মাইল-একটি সামাজিক সংগঠন)-৫০০০৳
১২ঃ নাম প্রকাশে অনিচ্ছুক-৪০০৳
১৩ঃ মহিউদ্দিন ভুইয়া-২৫০০৳
১৪ঃ আলামিন-১০০০৳
১৫ঃ নাম প্রকাশে অনিচ্ছুক-৩০০০৳
১৬ঃ মোঃ বশির-৫০০৳
অর্থাৎ সর্বমোট টাকা কালেকশন হয় -৩৫৫০০৳

💞 সর্বমোট খরচঃ
১ঃ টিন- ১৭৭০০৳
২ঃ পেরেগ-১৮০০৳
৩ঃ ভাড়া-৩০০৳
৪ঃ পালা-৩৩০০৳
৫ঃ মিস্ত্রি-৪০০০৳
৬ঃ কাঠ-৪০০০৳
৭ঃ খাট-২৪০০৳
৮ঃ চাদর-৪০০৳
৯ঃ বালিশ,তোষক-১৫০০৳
১০ঃ লাইট-১০০৳
সর্বমোট খরচ হয়-৩৫৫০০৳
অর্থাৎ কালেকশন কৃত সম্পূর্ণ টাকাটাই আমরা উনার প্রয়োজনে কাজে লাগিয়েছি।

💞 আলহামদুলিল্লাহ,
আমরা অনেক আনন্দিত এমন একটি কাজ করে দিতে পেরে। উনার চোখের পানির মাঝে যে আনন্দ লুকায়িত ছিল তা দেখেই আমাদের শান্তি। ধন্যবাদ জানাই যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের এমন সহযোগিতা বিদ্যমান থাকলে ইনশাআল্লাহ আমরা এমন আরও কাজ করতে পারব।