স্টাফ রিপোর্টার:

গত বৃহস্পতিবার কুমিল্লার আদালতে সিম জালিয়াতির অভিযোগে গ্রামীনফোনের বিরুদ্ধে মামলা হয়েছে।
কুমিল্লার বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট সোহেলরানা মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য ওসি কোতোয়ালি থানাকে নির্দেশ দিয়েছেন।
কুমিল্লার রেইসকোর্স এলাকার আব্দুর রশিদের ছেলে মোঃ মহিউদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় গ্রামীন ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ম্যানেজার কুমিল্লা কাষ্টমার কেয়ার সেন্টার, অজ্ঞাত আরো ২জনকে আসামী করা হয়। মামলায় বাদী অভিযোগ করেন, তার ক্রয় করা দুটি সিম গ্রামীনফোন অন্যায়ভাবে ভিন্নজনের নামে বায়োমেট্রিক সিম নিবন্ধন করেছেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান।