বিশ্বখ্যাত মোবাইল ফোন প্রস্তুতকারী ব্র্যান্ড অ্যাপল চার্জার ও হেডফোন ছাড়াই বাজারে আনতে যাচ্ছে নতুন আইফোন।
টিএফ সিকিউরিটিজ এর বিশ্লেষক ও অ্যাপল এর যাবতীয় পণ্য সম্পর্কে আগাম ধারণা করতে সক্ষম বলে বিশেষ পরিচিত মিং-চি কুও আসন্ন আইফোন-১২ সম্পর্কে এই দাবি করেছেন।
অন্যদিকে অ্যাপল ইনসাইডারের তথ্যমতে, চার্জার না থাকলে উৎপাদনব্যয় বেশ কিছুটা কমে আসবে। তবে এটি এখনও অনিশ্চিত যে আইফোন-১২’তে অত্যাধুনিক তড়িৎ (লাইটনিং) কেবল থাকছে কিনা।
আরেকটি সূত্রের খবরে জানা যায়, ৫জি’র কারণে আইফোন-১২’র উৎপাদনব্যয় অনেক বেড়ে যাবে। তবে প্রতিষ্ঠানটিকে তাদের আইফোন-১১’র কাছাকাছি মূল্য নতুন সংস্করণটির জন্যও নির্ধারণ করতে হেডফোন ও চার্জার বাদ দিতে হচ্ছে।
কুও জানান, অ্যাপল আলাদাভাবে একটি ২০ ওয়াট পাওয়ারের চার্জার নতুন আইফোনের সাথেই আলাদা করে বের করবে। তিনি আরও দাবি করেন, তারা তাদের বর্তমানে ব্যবহৃত ৫ ওয়াট ও ১৮ ওয়াট পাওয়ার চার্জারের বিপণন বন্ধ করে দিতে পারে।